শাবি প্রতিনিধি

১২ অক্টোবর, ২০১৭ ১৮:০১

শাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু ১৩ অক্টোবর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে শুরু হচ্ছে ৬ষ্ঠ ডাটা ক্রাফট এসইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।

শুক্রবার (১৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) শাবি প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান আয়োজনের আহবায়ক সেলিম আহমেদ।

লিখিত বক্তব্যে সেলিম আহমেদ বলেন, ‘প্রতিযোগিতাটি দুই পর্বে অনুষ্ঠিত হবে, ১৩ অক্টোবর সিলেটের ১৪টি কলেজের ২০টি দল নিয়ে ‘৪র্থ সিলেট বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা’ কলেজ পর্ব এবং ২০ ও ২১ অক্টোবর বাংলাদেশের ২৯টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে আন্ত:বিশ্ববিদ্যালয় পর্ব।

এ সময় আরো উপস্থিত ছিলেন এসইউডিএস এর সভাপতি জান্নাতুন তাজরীন, সহ-সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, সাধারণ সম্পাদক নুর-ই-জান্নাত প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত