সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০১৮ ২১:৪৫

ডিজিটাল উদ্ভাবনী প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে লিডিং ইউনিভার্সিটির সাফল্য

সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে লিডিং ইউনিভার্সিটি।

গত ১২ এপ্রিল অনুষ্ঠিত ইনোভেষন প্রতিযোগিতায় ডিজিটালাইজেশন পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর/খাজনা প্রজেক্ট নিয়ে ২য় স্থান অর্জন করেন লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী মো. রুহেল খান। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মো. রুহেল খানের হাতে পুরষ্কার তোলে দেন।  

প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ৩য় স্থান অর্জন করে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. গোলাম শাহি আলম এবং বিশেষ উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল হাসান বিপিএম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী প্রতিযোগিতা-২০১৮ এ লিডিং ইউনিভার্সিটির একই শিক্ষার্থী ২য় স্থান অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত