শাবি প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০১৮ ১২:৪৭

সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি শারমিন, সাধারণ সম্পাদক রুদ্র

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের ৬ষ্ঠ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে পলিটিকাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শারমিন সুলতানাকে সভাপতি এবং সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র প্রতাপ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে তৃতীয় সাস্টসিসি ফেস্টিভালের মুল বক্তা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের উপস্থিতিতে সংগঠনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভাপতি স্বপন আহমেদ ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, অধ্যাপক ড. মোজাম্মেল হক, পূবালী ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক বিএম শহীদুল হক, ইউএস বাংলার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি (স্কুল অব স্কিল ডেভেলপমেন্ট) রুপান্তি নাহার, সহ-সভাপতি (স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট) ফাহমিদা প্রিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার উদ্দিন আহমেদ, সহ সাধারণ সম্পাদক তাজদিদ রহমান, মো. রাশেদুল মুমিন খান, সামিয়া ইসলাম; অর্থ সম্পাদক জুতির্ময় আইচ অনিক, যুগ্ম অর্থ সম্পাদক শাকিল আহমেদ, সহ অর্থ সম্পাদক মিনহাজুল ইসলাম অন্তর, রাইহানুল ইসলাম, মানসুরা মেহরুন; সাংগঠনিক সম্পাদক সুবির কর্মকার, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, সৌমিক দত্ত, আফসানা সুলতানা শিমু; জন সংযোগ সম্পাদক মো. আমিরুল ইসলাম, সহ জন সংযোগ সম্পাদক রেজাউল করিম নাদিম, রাকিবুল হাসান আলাদিন; দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান হৃদয়, সহ সপ্তর সম্পাদক আব্দুস সামাদ, মো. ওয়াসিম হোসাইন; কর্পোরেট রিলেশন সেক্রেটারি আবু সায়েদ, সহ কর্পোরেট রিলেশন সেক্রেটারি উমর ফারুক শিমুল, মাহফুজুন নবি মাহিম; আইটি এন্ড ডিজাইন সেক্রেটারি নাঈম রহমান দুর্জয়, সহ আইটি এন্ড ডিজাইন সেক্রেটারি আশিক হাসান, রাজু রুপসি; প্রমোশনাল সেক্রেটারি রিফাত আহমেদ ইমন, সহ প্রমোশনাল সেক্রেটারি মো. আক্তার আহমেদ, ইসরাত জাহান; প্রকাশনা সম্পাদক নয়ন ভোয়াল, সহ প্রকাশনা সম্পাদক আমিনুল হাসান।

উল্লেখ্য, ‘স্টেপস টুয়ার্ড ইয়ুর ড্রিম’ এ স্লোগানকে ধারন করে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার বিষয়ক সচেতনতা এবং সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে সাস্ট ক্যারিয়ার ক্লাব যাত্রা শুরু করে।

আপনার মন্তব্য

আলোচিত