এনইইউবি প্রতিনিধি

০৯ মে, ২০১৮ ২১:৫৪

জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির আয়োজনে বৃহস্পতিবার (১০ মে) থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৮।

সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ১০ মে থেকে ১২ মে পর্যন্ত তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  

আয়োজনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি বিতার্কিক দল এবং কলেজ পর্যায়ে ১৬টি বিতার্কিক দল অংশগ্রহণ করবে বলে জানান আয়োজকরা। তিন দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশ থেকে দেশ সেরা বিতার্কিকরা অংশগ্রহণ করবেন।

আয়োজকরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া প্রতিযোগিতার প্রথমেই কলেজ পর্যায়ের বিতার্কিক দলগুলো অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের দলগুলো এই প্রতিযোগিতায় অংশ নেবে। শেষ দিন শনিবার (১২ মে) দুপুর ১টায় ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতার পর সমাপনী অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে এই আয়োজন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের বিজ্ঞ বিচারক মণ্ডলীরা।

আপনার মন্তব্য

আলোচিত