এমসি কলেজ প্রতিনিধি

১৭ মে, ২০১৮ ১৬:০৪

এমসি কলেজের চার শিক্ষার্থীর সাফল্য

জাতীয় শিক্ষা সপ্তাহ-১৮ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের চার শিক্ষার্থী।  

১৫ ও ১৬ মে ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় গতবারের মত এবারও সাফল্য পেয়েছে বাংলা বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার মুরারিচাঁদ সদস্য ঈশিতা দাস। তিনি উচ্চাঙ্গ নৃত্যে ১ম এবং লোক নৃত্যে ২য় স্থান অর্জন করেছেন।

লোকগানে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা গণিত বিভাগের শিক্ষার্থী ও মোহনা সাংস্কৃতিক সংগঠন সদস্য পল্লবী দাস মৌ জাতীয় পর্যায়ে লোকসঙ্গীতে ২য় স্থান অর্জন করেন।

রসায়ন বিভাগের শিক্ষার্থী ও মোহনা সদস্য মল্লিকা দেবী মিলি জাতীয় পর্যায়ে নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করেছেন। দেশাত্মবোধক গানে তৃতীয় স্থান অর্জন করেছেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও থিয়েটার মুরারিচাঁদ কর্মী জয়িতা মণ্ডল কথা।

শিক্ষার্থীদের এমন অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমসি কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ ও উপাধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত