সিলেটটুডে ডেস্ক

১৫ আগস্ট, ২০১৮ ১৫:৫৬

জাতীয় শোক দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (১৫ আগস্ট) ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মো. হেনা সিদ্দিকী, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামিম আল আজিজ লেলিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সহকারী অধ্যাপক নুসরাত রিকজা, আল মেহদী সাদাত চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক শামস্ এলাহী রাসেল, প্রক্টর ও সহকারী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমদ চৌধুরী ও আবুল হাসানাথ ইবনে আবেদীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর ত্যাগ, আদর্শ ও দেশপ্রেম ধারণ করে বাঙালী জাতি সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন এবং ১৫ আগস্টের সেই মর্মান্তিক ঘটনায় নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
 
সভাপতি ড. তোফায়েল আহমদ বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ ও বাঙালি জাতির স্থপতি হিসেবে চিরকালই অধিষ্ঠিত থাকবেন। অনুষ্ঠানে শোক দিবস উপলক্ষে কবিতা পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ ছাবা।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শেখঘাটস্থ শেখ ছানা উল্লা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শেখ মো. নাজিম উদ্দিন। দোয়া মাহফিলের পর উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।    

আপনার মন্তব্য

আলোচিত