শ্রীমঙ্গল প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৫

শ্রীমঙ্গলে বাল্যবিয়ে পণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে শরীফা আক্তার উর্মি (১৭) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রী।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তারের হস্তক্ষেপে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের আমানতপুর গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

এ ব্যাপারে শাহেদা আক্তার সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, উপজেলার আশ্রিদোন ইউনিয়নের আমানতপুর গ্রামের সিতু মিয়ার মেয়ে ও বেগম রসুলজান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শরিফা আক্তারের বিয়ে ঠিক হয় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের আহাদ আলীর ছেলে মো. কফিল আলীর (২৫) সঙ্গে।

খবর পেয়ে আমরা স্থানীয় ইউপি সদস্য কে নিয়ে তাদের বাড়িতে গিয়ে বিয়েটি বন্ধ করে দেই৷পরে কনের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা রাখা হয় বলেও জানান তিনি৷

আপনার মন্তব্য

আলোচিত