এমসি কলেজ প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি , ২০১৯ ২২:০১

এমসি কলেজে ‘ছায়াবন্ধু’র মোড়ক উন্মোচন

সিলেটের এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক ২০১২-১৩ শিক্ষাবর্ষের ম্যাগাজিন 'ছায়বন্ধু'র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ ও উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

এসময় ‘ছায়াবন্ধু’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন উপলক্ষে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থী বেলাল আহমদ নাঈমের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শামীমা আখতার চৌধুরী।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শতবর্ষী প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজের কপোলতলে ঐতিহ্যের বিভায় আলোকিত একটি বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

এ বিভাগের শিক্ষার্থী হিসেবে পাঠগ্রহণ শেষে তোমরা ছড়িয়ে পড়বে বৃহৎ পরিসরে। অবসর সময়ে স্মৃতির ক্যানভাসে তোমরা রোমন্থন করবে বন্ধুত্বের স্মৃতি।

সে সময়ে ছায়াবন্ধু প্রকাশনাটি বন্ধুত্বের ছায়া হয়ে তোমাদের পাশে দাঁড়াবে। বন্ধুত্বের বন্ধনে ভালোবাসাময় সুন্দর পৃথিবী গড়ে তুলতে তোমরা কাজ করে যাবে এ প্রত্যাশা করি।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অহিদুর রব, সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য, সহযোগী অধ্যাপক মো. শামসুদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক ডলি সাহা ও প্রভাষক আতিকুর রহমান প্রমুখ।

শিক্ষার্থী দিলোয়ার হোসেনের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী কবি ইমরান তালুকদারসহ ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত