সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০১৯ ১৬:০৩

রোকেয়া হলে ফের ভোট গ্রহণ শুরু

অনিয়মের অভিযোগে স্থগিত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফের ভোট গ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে এ ভোট গ্রহণ শুরু হয়।

এর আগে অনিয়মের অভিযোগে রোকেয়া হলের ভোট গ্রহণ স্থগিত করা হয়। বিকেল ৩টায় এ হলে ভোট গ্রহণ আবার শুরু হবে বলে জানিয়েছিলেন ড. মুহাম্মদ সামাদ।

বেগম রোকেয়া হলের ছাত্রীদের অভিযোগ, হলে মোট নয়টি ব্যালট বাক্সে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু ভোট গ্রহণ শুরু হওয়ার সময় ছয়টি ব্যালট বাক্স দেখানো হয়। এ নিয়ে শুরু থেকেই তাদের মধ্যে সন্দেহ ছিল। ছাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল। পরে তারা জানতে পারেন, পাশের একটি কক্ষে ওই তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছে। পরে ছাত্রীরা কক্ষটির দরজা ভেঙে ওই তিনটি ব্যালট বাক্স বের করে বাইরে নিয়ে আসেন। তারা ওই ব্যালট বাক্সগুলোর তালা ভেঙে দেখেন সেগুলোয় ব্যালট পেপার ভরা। তবে সেগুলোয় ভোট দেয়া ছিল না।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, 'এত ব্যালট পেপার কেন? সেগুলো লুকিয়েই–বা রাখা হবে কেন?'

ওই ঘটনায় বেলা সাড়ে ১১টার পর থেকে ভোট গ্রহণ স্থগিত করা হয় এ হলে। দুপুর সোয়া ১টার দিকে পর্যবেক্ষণে আসেন ড. মুহাম্মদ সামাদ।

পর্যবেক্ষণ শেষে তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, ভোট গ্রহণ আবার শুরু হবে বিকেল ৩টা থেকে। ব্যালট পেপার আধাঘণ্টার মধ্যে ছাপিয়ে আনা সম্ভব। আমরা এজন্য পদক্ষেপ নিচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত