এমসি কলেজ প্রতিনিধি

১৩ মার্চ, ২০১৯ ১৮:০৭

অনাবাসিক ছাত্রদের এমসি কলেজ ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে অবস্থানরত অনাবাসিক শিক্ষার্থী এবং গেস্ট/অতিথিদের ৭২ ঘন্টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১১ মার্চ ) ছাত্রাবাসের ব্লকগুলোতে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়। কলেজ ছাত্রাবাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, "ছাত্রাবাসে কোন অনাবাসিক ছাত্র। বা অতিথি/গেস্ট অবস্থান করতে পারবে না। আবাসিক শিক্ষার্থীদের সাহচর্যে কোন অনাবাসিক শিক্ষার্থী বা গেস্ট থাকলে ৭২ ঘন্টার মধ্যে তাদের ছাত্রাবাস ত্যাগ করতে হবে।"

নোটিশে বৈধ আবাসিক শিক্ষার্থীদেরকে ছাত্রাবাস পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশও দেয়া হয়।

এর আগে গত রবিবার (১০ মার্চ) অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ ও ছাত্রাবাস তত্ত্বাবধায়কের পক্ষে মোহাম্মদ জামাল উদ্দিন স্বাক্ষরিত নোটিশে "অবৈধ/অনাবাসিক কেউ ছাত্রাবাসে অবস্থান না করা, বৈধ শিক্ষার্থীর সাথে অবৈধ/অনাবাসিক কাউকে গেস্ট/ডবলিং হিসেবে না রাখা ও বৈধ শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক প্রদত্ত আবাসিক কার্ড সাথে রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।"

আপনার মন্তব্য

আলোচিত