রাবি প্রতিনিধি

২৭ মার্চ, ২০১৯ ০০:৪৭

ছাত্রলীগ পরিচয়ে রাবির দুই শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবি

ছাত্রলীগ নেতা পরিচয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের ব্যতিক্রম লাইব্রেরির সামনে একটি দোতলা বিল্ডিংয়ে ওই শিক্ষার্থীদের আটকিয়ে রেখে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের আবু ইউসুফ সাজিদ এবং গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামারুজ্জামান সুমন।

ভুক্তভোগী আবু ইউসুফ সাজিদ বলেন, ‘আমি ও সুমন বিনোদপুর বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় দুটি রুম ভাড়া নিয়ে টিউশনি করাই। আজ সন্ধ্যায় হঠাৎ কয়েকজন যুবক এসে স্থানীয় ছাত্রলীগের বড় নেতা দাবি করে। এখানে মাদক ব্যবসা করা হয় অভিযোগ তুলে আমাকে মারধর শুরু করে, মারধরের একপর্যায়ে আমার মানিব্যাগ-মোবাইল কেড়ে নেয়। এরপর তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আমার সহকর্মীকে টাকা নিয়ে আসার জন্য ফোন করতে বলে। আমি আমার সহকর্মী সুমনকে ফোন করি।’

কামারুজ্জামান সুমন বলেন, ‘ঘটনাস্থনে পৌঁছালে এখানে মাদক ব্যবসা করা হয় বলে তারা (ছাত্রলীগ) আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তারা তাৎক্ষণিক ২ হাজার টাকা চাঁদা দাবি করে আমাকে আটকিয়ে রেখে সাজিদকে টাকা আনতে নিচে পাঠায়।’

সাজিদ বলেন, ‘আমি দুতলা থেকে নিচে গিয়ে এক বড় ভাইকে বিষয়টি জানালে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের উপস্থিতি টের পেয়ে ওই তারা পালিয়ে যায়। যাওয়ার সময় দিনার নামের ওই নেতা একটি মোবাইল নাম্বার দিয়ে যায় এবং টাকা এনে ওই নাম্বারে যোগাযোগ করতে বলে।’

তারা দুজনেই তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই এ ঘটনায় দুজনই বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান।

ওই ফোন নম্বরে ফোন দিয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবকদের একজন দিনার চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, তাই বাসা থেকে বের হইনি। এসব মিথ্যা অভিযোগ।’

কোনো রাজনীতির সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য।’

মতিহার থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সিদ্দিক হুসাইন বলেন, ‘ঘটনাটি শোনা মাত্রই আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এখন ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সাংবাদিকরা ঘটনাটি জানানো মাত্র আমি মতিহার থানা পুলিশকে অবহিত করি। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।’

আপনার মন্তব্য

আলোচিত