এমসি কলেজ প্রতিনিধি

২৮ মার্চ, ২০১৯ ২১:২৯

বিটিভি কলেজ বিতর্কের জন্য নির্বাচিত হয়েছে এমসিডিএফ বিতার্কিক দল

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর আয়োজনে ‘১ম বাংলাদেশ টেলিভিশন কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০১৯’ এর জন্য নির্বাচিত হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের মুরারিচাঁদ ডিবেট ফেডারেশন (এমসিডিএফ) এর বিতার্কিক দল।

শনিবার (৩০ মার্চ) বাংলাদেশ টেলিভিশন অডিটোরিয়ামে ঢাকা সিটি কলেজের সঙ্গে বিতর্কে অংশ নিবে এমসিডিএফ বিতার্কিক দল। এজন্য বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও এমসিডিএফ এর মডারেটর বেলাল উদ্দিনের নেতৃত্বে  শুক্রবার  ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়বে।
 
আহুত বিতর্ক প্রতিযোগিতায় এমসি কলেজের প্রতিনিধিত্ব করবে উচ্চমাধ্যমিক ১ম বর্ষের সামিন ইয়াসার, জান্নাতুল মাইশা ও নওশিন রশিদ। এ তথ্য নিশ্চিত করেছেন মুরারিচাঁদ ডিবেট ফেডারেশন (এমসিডিএফ) এর সাধারণ সম্পাদক এ.এইচ.এম বিপ্লব।
 
তিনি কলেজ প্রশাসনসহ তৎসংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও দোয়া কামনা করে বলেন, 'এমসি কলেজ প্রতিটা ক্ষেত্রেই সাফল্যের স্বাক্ষর রেখেছে। তারই ধারাবাহিকতায় এমসিডিএফ এর মেধাবী সদস্যদের যুক্তি-তর্ক ও ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে আসন্ন বিতর্ক প্রতিযোগিতায়ও আমরা চূড়ান্ত বিজয় অর্জনে আশাবাদী।'

আপনার মন্তব্য

আলোচিত