শাবি প্রতিনিধি

২৯ মার্চ, ২০১৯ ১৮:৪৭

শাবি ছাত্রলীগের ৬ কর্মীকে ৩ মাসের জন্য নিষিদ্ধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ৬ কর্মীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আগামী তিন মাসের জন্য সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) এক ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত ছাত্রলীগ কর্মীরা হলেন- নজরুল ইসলাম রাকিব (সদস্য, শাবিপ্রবি ছাত্রলীগ), আবুল হাসান মোল্লা (বিবিএ বিভাগ) , আসাদুজ্জামান খান পরাণ (বাংলা বিভাগ),  মুজাহিদুল ইসলাম রিশাদ (ইংরেজি বিভাগ), কাওসার আহমেদ সোহাগ ( বাংলা বিভাগ) , রাহাত সিদ্দিকী (নৃবিজ্ঞান বিভাগ)।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট তদন্ত করে সাম্প্রতিক ঘটনাসমূহে যে বা যারাই জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর প্রতিও ঘটনাসমূহের তদন্ত করে  দৃঢ় পদক্ষেপ নেয়ার আহবান জানান।

এ ব্যপারে ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, ‘শাবি ছাত্রলীগে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের ঠাঁই নাই। এ বিষয়ে ছাত্রলীগ সোচ্চার আছে।’

আপনার মন্তব্য

আলোচিত