সিলেটটুডে ডেস্ক

২৩ মে, ২০১৯ ১৮:১০

নতুন ইউজিসি চেয়ারম্যানকে সিকৃবি ভিসির অভিনন্দন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সংখ্যাতিরিক্ত অধ্যাপক কাজী শহীদুল্লাহ। নতুন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী কাজী শহীদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

বৃহস্পতিবার (২৩ মে) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

এক অভিনন্দন বার্তায় ড. মতিয়ার বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো চমৎকার একজন অভিভাবক পেল। নতুন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ একজন বিজ্ঞ ও বিচক্ষণ শিক্ষাবিদ।

ইউজিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ শেষ হয় এ মাসের প্রথম সপ্তাহে। এরপর থেকে ইউজিসির চেয়ারম্যানের চলতি দায়িত্ব পালন করছিলেন সংস্থাটির সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।

নতুন চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর। আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত