নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০১৫ ১৪:৫৭

মদন মোহন কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ

ফাইল ফটো

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট মদন মোহন কলেজে ছাত্রলীগের দু'গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টায় এ সংঘর্ষ ঘটে।

জানা গেছে, মহন মোহন কলেজে সরস্বতি  পূজার আয়োজনের জন্য গঠিত কমিটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দিনার গ্রুপ ও বিপ্লব-রুমেলের গ্রুপের মধ্যে বৃহস্পতিবার বেলা ২টায় সংঘর্ষের সূত্রপাত্র হয়। মহন মোহন কলেজে স্বরসতি পুজা উদযাপন কমিটির আহবায়ক করা হয় কলেজের জয়ন্ত দাসকে। এ নিয়ে কলেজ ছাত্রলীগের দিনার গ্রুপে ও বিপ্লব-রুমেলের গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়।  এ সময় দিনার গ্রুপের রাফি, রাজেশ ও সুজাইফা আহত হন। এছাড়াও রুমেল-বিপ্লব গ্রুপের আরো ৩ জন আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, সংঘর্ষ চলাকালে কলেজের পাশে পিন্দন, এসএম সেলুন ও দেশ ভিডিসহ ৬টি দোকানে ছাত্রলীগ নেতাকর্মীরা ভাংচুর করে।

সিলেট কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পূজা উদযাপন কমিটি নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে কলেজ গেইট এলাকায় হাতাহাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত