শাবি প্রতিনিধি

২৬ জুলাই, ২০১৯ ১৩:২০

শাবি'তে 'ইন্ট্রা সাস্ট ডিবেট কম্পিটিশন' শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেট এর উদ্যোগে দুইদিনব্যাপী ইন্ট্রা সাস্ট ডিবেট কম্পিটিশন' ১৯ শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন - এ এর ১১৩ নং রুমে এ প্রতিযোগিতা শুরু হয়।

বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক মো আসিফ ইকবাল বলেন, আমরা প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতামূলক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকি। তবে এবারের আয়োজন ভিন্ন আঙ্গিকে করা হয়েছে।

তিনি বলেন,  অনেক সময় দেখা যায় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রতিযোগীদের দল গঠনে অসুবিধা হয়। তাই এবারের প্রতিযোগিতায় বিতার্কিকদের সুবিধার্থে 'ইন্ট্রা সাস্ট' করা হয়েছে যাতে প্রতিযোগীরা সুবিধা মতে দল গঠন করতে পারে।

উল্লেখ্য, এবারের বিতর্ক প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। আজ (২৬ জুলাই) প্রথম এবং দ্বিতীয় রাউন্ড পর্ব অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই একই স্থানে সেমিফাইনাল এবং ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত