সিলেটটুডে ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৯ ১৮:৩২

লিডিং ইউনিভার্সিটিতে মনস্তাত্ত্বিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে উন্নত পেশায় মনস্তাত্ত্বিক স্বাস্থ্যের গুরুত্ব (ইম্প্রোভমেন্ট অব সাইকোলজিক্যাল হেলথ ফর এ বেটার ক্যারিয়ার) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং রিসোর্স পারসন হিসেবে প্রফেশনাল সাইকোলজিস্ট মিসেস ফজিলাতুন্নেছা উপস্থিত ছিলেন।

আইকিউএসির পরিচালক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি।

আরো উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক স্থপতি রাজন দাশ। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত