সিলেটটুডে ডেস্ক

২৯ অক্টোবর, ২০১৯ ১৩:১৩

শিশু সায়মা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২০ নভেম্বর

রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যা ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২০ নভেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার (২৯ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

কিন্তু এ মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে গত ৮ জুলাই মামলার একমাত্র আসামি হারুন অর রশিদ সায়মাকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি হারুন বর্তমানে কারাগারে রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুলাই রাত ৯টার দিকে ওয়ারী থানার বনগ্রামে একটি বহুতল ভবনের ৯ তলার খালি ফ্ল্যাটের রান্নাঘর থেকে সায়মার মরদেহ উদ্ধার করে পুলিশ। ভবনটির ছয় তলার একটি ফ্ল্যাটে সায়মা তার পরিবাবের সঙ্গে থাকতো। চার ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। স্থানীয় একটি স্কুলে নার্সারিতে পড়তো সায়মা।

আপনার মন্তব্য

আলোচিত