বিনোদন ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৬ ২০:০৫

পুলিশের অভিযানে স্বামীসহ পালালেন মডেল মুন

মডেল ডা. জাকিয়া মুন ও তার স্বামী ব্যবসায়ী শফিউল আজম মহসিনকে ধরতে তাদের বাসায় অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
 
শনিবার (৩০ এপ্রিল) পৃথকভাবে দু’জনের বাসায় এ অভিযান চালানো হয়। তবে দু’জনই অভিযানের খবর পেয়ে পালিয়ে যান।
 
শনিবার বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এর আগে ৬ এপ্রিল মুনের বাসা থেকে কার্নেট সুবিধার অপব্যবহার করা প্রায় ৫ কোটি মূল্যের একটি পোরশে জিপ জব্দ করা হয়। গাড়িটি মডেল মুন ব্যবহার করতেন।
 
ড. মইনুল খান জানান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক জোবায়দা খানমের নেতৃত্বে একটি টিম মুনের বাসায় অভিযান চালান।
 
মুন এলিফ্যান্ট রোডের এআরসি টাওয়ারের ২/এ, ৭৪ নম্বর অ্যাপার্টমেন্টে বসবাস করেন। মুনের মা জহুরা বেগম জানান, গাড়ি জব্দের পর থেকে মুন পলাতক।
 
পরে শুল্ক গোয়েন্দা টিম মুনের স্বামী ব্যবসায়ী মহসিনকে ধরতে গুলশান-১ এর ৩৩ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির বি-৫ অ্যাপার্টমেন্টে অভিযান চালান।
 
ড. মইনুল খান আরো জানান, গাড়ির মালিকানা বিষয় বক্তব্যে জানতে এর আগে দু’বার মুন ও মহসিনকে সমন জারি করা হয়।
 
হাজির না হওয়ায় গত ১৯ এপ্রিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক ফেরদৌসী মাহবুবকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
 
মুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও গত ২৪ এপ্রিল বিকেল তিনটায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে হাজির হয়ে বক্তব্য দিতে চূড়ান্ত একটি নোটিশও জারি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত