সিলেটটুডে ডেস্ক

১৩ জুন, ২০১৭ ২১:১০

নাটক "রাজন" প্রচারিত হচ্ছে বৈশাখী টিভিতে

সিলেটে নৃশংসভাবে খুন হওয়া ১৩ বছরের শিশু রাজনকে নিয়ে নির্মিত নাটক রাজন প্রচার করা হচ্ছে।

মঙ্গলবার (১৩জুন) বৃহস্পতিবার রাত ৮:৪০ মিনিটে শুরু হয় এ নাটকটি। বৈশাখীতে প্রচারাধীন মেগাধারাবাহিক "লেডি গোয়েন্দা" তে রাজন প্রচার করা হচ্ছে।

শিল্পী ঐক্যজোটের উদ্যোগে নাটকটি নির্মাণ করেছেন ডি এ তায়েব ও জি এম সৈকত। পাণ্ডুলিপি তৈরি করেছেন জি এম স্পর্শ। শিল্পী ঐক্যজোটের সভাপতি ডি.এ তায়েব বলেন,নাটক থেকে প্রাপ্ত লভ্যাংশের অর্থ দিয়ে রাজনের সমাধির পাশে জোটের পক্ষ থেকে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। জোটের মহাসচিব জি এম সৈকত বলেন,রাজনের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে নাটকটির দৃশ্যধারন করা হয়েছে। জোটের পক্ষ থেকে নাটকটি রাজনকে উৎসর্গ করা হলো।

শিল্পী ঐক্যজোটের সিলেটের সমন্বয়ক মিশফাক আহমেদ মিশু বলেন,সারাদেশে শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে কাজ করবে এই নাটক।

রাজন চরিত্রে অভিনয় করেছেন শাওন, অন্যান্য চরিত্রে রয়েছেন -আজিজুল হাকিম, হোমায়রা হিমু, ফারগান মিল্টন, তুষার মাহমুদ, অভিক রায়হান, মৃত্যুঞ্জয় উচ্ছ্বাস, রজত কান্তি গুপ্ত, রওশন আরা মুনির রুনা, কামরুল হক জুয়েল, আবু বকর আল আমিন, নকিব চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত