বিনোদন ডেস্ক

১৯ এপ্রিল, ২০১৮ ২০:০৭

ইউটিউবের মাধ্যমে যাত্রা শুরু ‘নাদিম এন্ড ফ্রেন্ডস ব্যান্ড পপুলারের’ (ভিডিও)

সুস্থ ধারার বাংলা সংগীতকে লোকদরবারে পরিচিত করে তুলতে ইউটিউবে গান প্রকাশের মাধ্যমে ব্যান্ড জগতে যাত্রা শুরু করেছে ‘নাদিম এন্ড ফ্রেন্ডস ব্যান্ড পপুলার’। গত ১৩ এপ্রিল (শুক্রবার) ইউটিউবে ‘ব্যান্ড পপুলার’  নামক একটি চ্যানেলে তাদের প্রথম গান ‘জন্মভূমি’  প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে এ ব্যান্ডটি।

নাদিম এন্ড ফ্রেন্ডস তাদের প্রথম প্রকাশ করা ‘জন্মভূমি’  গানটি উৎসর্গ করেছে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের অগ্রপথিক বা গুরু হিসেবে মান্য করা প্রয়াত মুক্তিযোদ্ধা আজম খানকে।

‘জন্মভূমি’  গানটির পুরো এ্যালবামের নাম হচ্ছে মন খারাপের দল। ‘জন্মভূমি’  গানটির কথা লিখেছেন- নাসরুল্লাহ হায়দার লিটন, নাদিম ও আবিদ রনি। গানটিতে সুর দিয়েছেন- আবিদ রনি।

এছাড়াও মিউজিক কম্পোজিশনে ছিলেন- আবিদ রনি, ভিডিও পরিচালনায় নাদিম, সহযোগী পরিচালক শাহরিয়ার শাহরুখ, চিত্রগ্রাহক শেখ মোহাম্মদ রনি, ভিডিও সম্পাদনা- মোহাম্মদ বেলাল ও নুরুল, ফটোগ্রাফিতে জি এইচ সোয়েব।

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত