সিলেটটুডে ডেস্ক

২১ মে, ২০১৮ ১৬:৫০

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে প্রিয়াঙ্কা

বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এখন বাংলাদেশে। সোমবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছান তিনি।

গণমাধ্যমে খবরটি জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (মাকের্টিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশন) মো. কামরুল ইসলাম।

ঢাকায় তিন ঘণ্টা থাকার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজারে যান প্রিয়াঙ্কা।

দুপুরে রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর শুভেচ্ছাদূত হিসেবেই প্রিয়াঙ্কা বাংলাদেশ সফরে এসেছেন।

এদিকে, প্রিয়াঙ্কা চোপড়া আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘রোহিঙ্গা শিবির পরিদর্শন করার অভিজ্ঞতা আমি শেয়ার করব ইনস্টাগ্রামে। এই বিশ্বের সেবা দরকার। আমাদের সেবা দরকার।’

গত ১৯ মে প্রিয়াঙ্কা প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সকালে ঢাকায় আসেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত