বিনোদন ডেস্ক

০৯ মার্চ, ২০১৯ ২৩:৫২

‘আমি ভাগ্যবান, কখনও যৌন হয়রানির শিকার হইনি’

ছেলেবেলা কেটেছে পশ্চিমবঙ্গের জামশেদপুরে। বাংলাটা খুব একটা ভালো পারেন না। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে গণিতে উচ্চশিক্ষা নিয়েছেন। সেখানেই নাটকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি। পুরস্কারপ্রাপ্ত বেশ কিছু শর্ট ফিল্ম এ বার টাটা স্কাইয়ের মাধ্যমে দেখতে পাবেন দর্শক। তারই প্রচারে সম্প্রতি কলকাতায় এসেছিলেন অভিনেত্রী রসিকা দুগ্গল। ওপার বাংলার একটি শীর্ষ পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে তিনি কথা বলেছেন অভিনয়জগতের নানা দিক নিয়ে।

নাটক নিয়ে মেতে থাকলেও সিনেমায় অভিনয় করার ইচ্ছা ছিল না। কিন্তু সত্যজিৎ রায়ের বিখ্যাত 'পথের পাঁচালী' দেখে তার মনে সিনেমার শখ জাগে। একটা কোর্সও করে ফেলেন। ২০০৭ সাল থেকে শুরু হয় তার প্রফেশনাল ক্যারিয়ার। এখন তিনি কাজ করছেন ডিজিটাল মুভি জগতে। হলে সবাই একসঙ্গে বসে সিনেমা দেখার অন্যরকম মজা থাকলেও এই মুহূর্তে ওয়েব মুভি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক পরিচালক-অভিনয়শিল্পীরাই তাই ঝুঁকছেন এই মাধ্যমে।

বলিউডে টিকে থাকতে যে এখনও স্ট্রাগল করে যাচ্ছেন সেটা অস্বীকার করেননি রসিকা। তবে তাকে কোনো নিপীড়নের শিকার হতে হয়নি। বর্তমানে চলমান #মিটু আন্দোলন নিয়ে তিনি বলেন, 'দেখুন নারীরা নিজেদের কথা বলছে। ভালো লাগছে। যারা বলছে এবং যারা বলছে না, দুই দলের প্রতিই শ্রদ্ধা রয়েছে আমার। আসলে সমাজে আমাদের তো প্রত্যেকের জন্য এমন জায়গা তৈরি করতে হবে, যাতে সকলে কথা বলতে পারে। তবে এখনও অনেকটা পথ চলতে হবে।'

নিজে এমন পরিস্থিতির সন্মুখীন হয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে রসিকা বলেন, 'এই প্রশ্ন আগেও করেছেন অনেকে। আমি প্রতিবারই বলেছি আমি ভাগ্যবান। এখনও এমন কিছু ফেস করতে হয়নি। কিন্তু কেন ভাগ্যবান বলব, বলতে পারেন? এটাই তো হওয়া উচিত। শুধু মেয়েরা কেন, সবারই নিরাপদ অবস্থায় কাজ করার অধিকার রয়েছে। #মিটু-র পরে পরিস্থিতি কতটা চেঞ্জ হয়েছে বলতে পারব না। তবে এটা নিয়ে কথা তো হচ্ছে। অনেকেই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে; যা বেশ ভালো দিক।'

আপনার মন্তব্য

আলোচিত