আন্তর্জাতিক ডেস্ক

১৬ আগস্ট, ২০১৯ ১২:০৩

কাশ্মির ইস্যু: নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে আজ

জম্মু কাশ্মির নিয়ে ভারতের সিদ্ধান্তের ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ শুক্রবার বৈঠকে বসতে চলেছে। তবে এই বৈঠক হবে রুদ্ধদ্বার।

চীন ও পাকিস্তানের অনুরোধে শুক্রবার বৈঠকটি হচ্ছে বলে কূটনীতিকদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি পোল্যান্ডের প্রতিনিধি জোয়ানা রনেকা সাংবাদিকদের বলেন,  পাকিস্তান চায় নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হোক। এর জন্য গত মঙ্গলবার পোল্যান্ডকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় ইসলামাবাদ। চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি নিজে উপস্থিত থাকার অনুমতি চেয়েছেন।

ইন্ডিয়া টুডে’র খবরে জানানো হয়, পাকিস্তানের চিঠিতে নিরাপত্তা পরিষদ সাড়া না দেওয়ায় বুধবার চীনের পক্ষ থেকে একই প্রস্তাব দেওয়া হয়। তবে এই বৈঠকে পাকিস্তানের কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না।

গত ১৩ অগাস্ট কাশ্মির নিয়ে ভারতের সিদ্ধান্তের ওপর নিরাপত্তা পরিষদে আলোচনা চেয়ে জাতিসংঘে চিঠি দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। কুরেশি চিঠিতে লেখেন, “যদি ভারত তাদের সেনা বাহিনীকে কাজে লাগায়, তা হলে আত্মরক্ষার্থে পাকিস্তান নিজেদের সমস্ত শক্তি দিয়ে জবাব দেবে।”

আপনার মন্তব্য

আলোচিত