সিলেটটুডে ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪০

নেত্রকোনার অভিযুক্ত ৩ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার তিন অভিযুক্ত যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার প্রধান আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক।

যে তিন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়েছে তারা হলেন- পলাতক দুই সহোদর হেদায়েতউল্লাহ আনজু ও এনায়েতউল্লাহ মনজু এবং গ্রেফতার সোহরাব ফকির। আনজু ও মনজুর বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রী গ্রামে। সোহরাবের বাড়ি মদন থানায়।

তিন আসামির বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, লুন্ঠন ও দেশত্যাগে বাধ্য করানোর অভিযোগ উঠেছে।

আপনার মন্তব্য

আলোচিত