সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০৮

মশা কামড়ালে যা করবেন

মশার অত্যাচার থেকে বাঁচতে কতো কীই না করি আমরা! তারপরও কামড়েই ফেলে মশা। মশার কামড়ে ত্বক লালচে হয়ে যাওয়া ও চুলকানির উপসর্গ অনেক সময় অ্যালার্জিতে রূপ নেয়।

মশা কামড়ের চুলকানি ও জ্বলুনি থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে প্রাকৃতিক বিভিন্ন উপাদানের সাহায্য নিতে পারেন। জেনে নিন সেগুলো কী কী-  

লেবু
লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপ্টিক উপাদান যা মশা কামড়ের চুলকানি দূর করে। লেবু মাঝখান দিয়ে দুই টুকরা করে আক্রান্ত স্থানে ঘষে নিন। কমে যাবে চুলকানি।

অ্যালোভেরা
অ্যালোভেরায় রয়েছে ত্রিশটিরও বেশি অ্যামিনো অ্যাসিড যা ভালো রাখে ত্বক। এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে। অ্যালোভেরার পাতা ভেঙে জেলটুকু লাগান আক্রান্ত স্থানে। পোকা কামড়ের জ্বলুনি কমে যাবে দ্রুত।

বেকিং সোডা
১ টেবিল চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি যেখানে মশা কামড়েছে সেখানে লাগিয়ে রাখুন ১০ মিনিট। কমে যাবে চুলকানি ও জ্বলুনি।

মধু
মশার কামড়ের চুলকানি থেকে দ্রুত মুক্তি পেতে মধুর বিকল্প নেই। এক ফোঁটা মধু লাগান আক্রান্ত স্থানে। দেখুন কেমন গায়েব হয়ে গিয়েছে চুলকানি!

বরফ
পোকা কামড়ের জ্বলুনি তাৎক্ষণিকভাবে দূর করতে চাইলে ঘষে নিন এক টুকরা বরফ। সরাসরি বরফ লাগাবেন না ত্বকে। পাতলা কাপড় দিয়ে বরফ মুড়ে তবেই লাগান। চাইলে আইস ব্যাগও লাগাতে পারেন।

আপেল সিডার ভিনেগার
হাত পাসহ শরীরের অন্যান্য অংশে পোকা বা মশা কামড়ালে বাথটাবে কুসুম গরম পানি দিয়ে ২ কাপ আপেল সিডার ভিনেগার মেশান। ১০ মিনিট শরীর ডুবিয়ে রাখুন। দূর হবে চুলকানি।
তথ্য: রিডার্স ডাইজেস্ট

আপনার মন্তব্য

আলোচিত