সিলেটটুডে অনলাইন ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৮ ১৯:০৩

যেভাবে লেবু সংরক্ষণ করবেন

রান্না অথবা সালাদে চট করে খানিকটা লেবুর ফ্লেভার যোগ করে দিতে চাইলে ফ্রিজ থেকে বের করে নিন টাটকা লেবু। একবারে বেশি করে কিনে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন লেবু।

নিম্নলিখিত উপায়ে লেবু সংরক্ষণ করা যায়:

১। জিপলক ব্যাগে আস্ত লেবু ঢুকিয়ে এক পাশে একটি স্ট্র রেখে পুরো ব্যাগ সিল করে দিন। এবার স্ট্র দিয়ে ভেতরে থাকা অবশিষ্ট বাতাস বের করে দিন। ব্যাগ ঢুকিয়ে রাখুন ফ্রিজে। ১ মাস পর্যন্ত ভালো থাকবে লেবু।

২। একটি কাঁচের বয়ামে আস্ত লেবু রাখুন। বয়াম পানি ভর্তি করে মুখ লাগিয়ে ফ্রিজে রেখে দিন। ৩ সপ্তাহ পর্যন্ত সতেজ থাকবে লেবু।

৩। লেবু ছোট টুকরা করে বরফ জমানোর ট্রেতে রাখুন। ট্রেতে পানি ভরে ডিপ ফ্রিজে রেখে দিন। ব্যবহারের আগে বরফ গলিয়ে নিন। এভাবে ৩ মাস পর্যন্ত তাজা থাকবে লেবু।

৪। লেবু চার টুকরা করে কাটুন। পাতলা প্লাস্টিক দিয়ে মুড়ে জিপলক ব্যাগে রাখুন লেবুর টুকরা। এভাবেও ৩ মাস ভালো থাকবে লেবু।

৫। লেবুর রস সংরক্ষণ করতে পারেন বরফ জমানোর ট্রেতে। ৩ থেকে ৪ দিন পর্যন্ত ভালো থাকবে।
সূত্র: ফ্যাব হাউ

আপনার মন্তব্য

আলোচিত