সিলেটটুডে ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৫ ২২:৫৫

‘ভারপ্রাপ্ত মহাসচিব’ ফখরুল অবশেষে ভারমুক্ত!

দীর্ঘ চার বছর পর অবশেষে ভারমুক্তি ঘটল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ভারপ্রাপ্ত মজাসচিব থেকে হলেন পূর্ণাঙ্গ মহাসচিব!

এজন্যে অবশ্য দলটির পক্ষ থেকে কোন ঘোষণা আসেনি। দলের পক্ষ থেকে প্রেস রিলিজে মহাসচিব হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দলের পক্ষ থেকে সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ করেছেন।  

এদিকে, বৃহস্পতিবার থেকে কর্মসূচি জানিয়ে সাংবাদিকদের পাঠানো মোবাইলবার্তায় মির্জা ফখরুলকে ‘মহাসচিব’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

শুক্রবার জনির স্বাক্ষর করা গণমাধ্যমে ই-মেইলে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল ২৪ অক্টোবর, শনিবার বেলা ১১-৩০টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক যৌথসভা আহ্বান করেছেন। সভায় দলের সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন। যৌথসভায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

দলটির পঞ্চম কাউন্সিলের পর দলের মহাসচিবের দায়িত্ব পালন করেন প্রয়াত নেতা খন্দকার দেলোয়ার হোসেন। ২০১১ সালের ১৬ মার্চ তিনি মারা যান। এরপর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। হাইকমান্ডের এই সিদ্ধান্তের কট্টর বিরোধিতা করেন দলের জ্যেষ্ঠ নেতারা।

ধারণা করা হচ্ছে, দীর্ঘ প্রায় ৪ বছর পর শুধু প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাকে মহাসচিব ঘোষণা করা হলো। 

আপনার মন্তব্য

আলোচিত