সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৫ ১৫:১৫

পৌর নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর

স্থানীয় সরকারে প্রথমবারের মতো দলীয়ভাবে ভোট হচ্ছে পৌরসভায়। এ লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

দেশের ২৩৪ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন নির্বাচনের দিন ধার্য্য করে সারা দেশের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সিইসি জানান, আগ্রহী প্রার্থীরা ৩ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

মনোনয়নপত্র বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। প্রার্থীদের নিয়ে ভোট হবে ৩০ ডিসেম্বর।

স্থানীয় সরকারে প্রথমবারের মতো দলীয়ভাবে ভোট হচ্ছে পৌরসভায়। এক্ষেত্রে মেয়র পদে দলীয় মনোনয়নের সুযোগ রাখা হয়েছে। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়াই হবে কাগজে-কলমে নির্দলীয়ভাবে, যদিও তাতে দলীয় প্রভাব সব সময়ই ছিল।

বর্তমানে দেশে ৩২৩টি পৌরসভা রয়েছে। এরমধ্যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বেশিরভাগের মেয়াদ শেষ হচ্ছে।

জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নতুন ভোটার তালিকা হবে। তাছাড়া ওই সময় এসএসসি পরীক্ষা থাকায় ডিসেম্বরে ভোট শেষ করতে চাইছে ইসি।

সর্বশেষ ২০১১ সালের জানুয়ারিতে চার দিনে নির্বাচন উপযোগী প্রায় আড়াইশ’ পৌরসভায় ভোট হয়।

কাজী রকিব নেতৃত্বাধীন ইসি ২০১৩ সালে পাঁচ ধাপে উপজেলা নির্বাচনের আয়োজন করে। সে সময় গোলযোগ-সহিংসতার তিক্ত অভিজ্ঞতার কারণে এবার পৌর ভোট একদিনেই হচ্ছে।

অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, ইসি সচিব সিরাজুল ইসলাম, যুগ্মসচিব জেসমিন টুলী পৌর নির্বাচনের তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১২ অক্টোবর দলীয়ভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর ৩ নভেম্বর এ সংক্রান্ত অধ্যাদেশ জারি হয়। দলীয়ভাবে সব পদে পৌর নির্বাচনের অধ্যাদেশ হাতে পেয়ে বিধিমালায় সংশোধন এনে ইসি তা ৫ নভেম্বর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় অধ্যাদেশ বাতিল করে পৌরসভা আইন ২০১৫ (সংশোধন) বিল সংসদে উত্থাপন করে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুধু মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান রেখে পৌরসভা সংশোধন আইন ২০১৫ বিল পাস হয়। পরে রাষ্ট্রপতি এতে সম্মতি দিলে শনিবার (২১ নভেম্বর) পৌরসভা সংশোধন আইন গেজেট আকারে প্রকাশ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত