সিলেটটুডে ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৮ ১২:২২

খালেদার মুক্তির দাবিতে ফের মানববন্ধনে বিএনপি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারো মানববন্ধনে নেমেছে বিএনপি। বুধবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।

এর আগে দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে গত ১২ ফেব্রুয়ারি ও ৮ মার্চ দুই দফায় ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করে বিএনপি।

বুধবার তৃতীয় দফায় মানববন্ধনের এ কর্মসূচি সারাদেশের মহানগর ও জেলা সদরেও হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তৃতীয় দফায় মানববন্ধন শুরুর আগে সকাল সাড়ে ১০টা থেকেই বিএনপি ও এর অঙ্গ–সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এম জাহিদ হোসেন, আাহমদ আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনের এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই বিএনপি কার্যালয়ের আশে-পাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

আপনার মন্তব্য

আলোচিত