সিলেটটুডে ডেস্ক

১৪ জুন, ২০১৮ ১৫:৩৬

সিএমএইচেও চিকিৎসা নিতে রাজি নন খালেদা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি সেখানেও চিকিৎসা নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তিনি বরাবরের মতো আজও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহ দেখিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে খালেদা জিয়ার শারীরিক চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী ও একটি বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান। আমরা তাঁর চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। এ কারণেই আমরা প্রথমে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাসেবা দিতে চেয়েছি। তিনি অস্বীকৃতি জানিয়েছেন। পরবর্তী সময়ে কারা কর্তৃপক্ষ তাঁকে সিএমএইচে চিকিৎসা নিতে প্রস্তাব করেছেন। এটি দেশের সব হাসপাতাল থেকে অনেক গুণে ভালো। এখানেও তিনি চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছেন।’

এখন খালেদা জিয়ার চিকিৎসা কোথায় হবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন চিকিৎসকরা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। চিকিৎসকরা যে পরামর্শ দেন, আমরা সেটাই অনুসরণ করব।’

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া চাইলে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে পারেন। দেশের খ্যাতিমান চিকিৎসকরা এখানে আছেন। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার সময় প্রয়োজনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরাও থাকতে পারবেন। এতে কোনো বাধা নেই।’

বিএনপি ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষে থেকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রস্তাব করা হয় খালেদা জিয়ার। সাবেক এই প্রধানমন্ত্রী নিজেও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যাপারে অনড়।

এর আগে রোববার (১০ জুন) খালেদা জিয়ার সুগার কমে গিয়েছিল বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী। তবে বিএনপি ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের দাবী খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছিল।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারেই বন্দি আছেন তিনি। বর্তমানে এই কারাগারে তিনিই একমাত্র বন্দি।

আপনার মন্তব্য

আলোচিত