নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০১৮ ১৭:৪৯

ঈদ শুভেচ্ছায় নির্বাচনী প্রচারণা

নগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে নগরীর বিভিন্ন স্থানে তোড়ন নির্মাণ করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র হওয়ার পর প্রতিবছরই ঈদে এভাবে তোড়ন নির্মাণ ও বিলবোর্ডের মাধ্যমে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে আসছেন আরিফ। তবে অন্যান্য বছর তাঁর তোড়ন ও বিলবোর্ডের ব্যানার রঙিন থাকলে এবার তা রং হারিয়ে সাদাকালো হয়ে গেছে।

নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তোড়ন বিলবোর্ডের পাশাপাশি নগরীতে পোস্টারিংও করেছেন সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। পাঁচ বছর আগে মেয়র নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে এমন ব্যাপকভাবে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। তাঁরও তোড়ন-বিলবোর্ড-পোস্টার- সব সাদাকালো।

সাদাকালো কেনো?- সুশাসনের জন্য নাগরিক, সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, আমাদের নেতারা খুব চতুর। এবার ঈদের পরই সিটি নির্বাচন। নির্বাচনের তফসিলও ঘোষণা হয়ে গেছে। তাই যাতে আচরণবিধি লঙ্ঘণের কোনো ফাঁদে তারা না পড়েন তাই ব্যানার, তোড়ন, বিলবোর্ড সাদাকালো করে ছাপিয়েছেন।

ফারুক মাহমুদ বলেন, ঈদ শুভেচ্ছা জানানোর নামে তারা কৌশলে নির্বাচনী প্রচারণাও চালিয়ে নিচ্ছেন। ফলে এবার নগরজুড়ে ঈদ শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে গেছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২০ জুনের মধ্যে এগুলো অপসারণ করতে হবে বলেও জানান ফারুক মাহমুদ।

নগরীঘুরে দেখা যায়, কেবল আরিফ-কামরানই নয়, ঈদ শুভেচ্ছা জানিয়ে নগরীতে ব্যানার-ফেস্টুন টানিয়েছেন বেশ কয়েকজন রাজৈনিতক নেতা। তাদের প্রায় প্রত্যেকের নামই মেয়র প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে।

কেউ কেউ আবার কোনো লুকোচুরি না করে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় দিয়েই ঈদ শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুন টানিয়েছেন। নিবদ্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল জামায়াত ইসলামীর সিলেট মহানগরের আমির এহসানুল মাহবুব জুবায়ের নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পরিচয় দিয়েই নগরীর বিভিন্ন স্থানে ঈদ শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন টানিয়েছেন।

বৃহ্পতিবার মেয়র পদের মনোনয়ন পত্রও সংগ্রহ করেছেন এই জামায়াত নেতা।

সিলেট মহানগর আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের নামে নগরজুড়ে ফেস্টুন ও বিলবোর্ড টানানো হয়েছে। এগুলোতে আসাদ উদ্দিনকে নৌকা প্রতীকে মেয়র পদে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তাঁর সমর্থকরা।

নগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তোড়ন নির্মাণ করেছেন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন সেলিম। তোড়নে নিজের ছবির পাশাপাশি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছবিও যুক্ত করেছেন সেলিম। সিটি নির্বাচনে মেয়র পদে সেলিমও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

ঈদ শুভেচ্ছা জানিয়ে ব্যানার ফেস্টুন টানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তবে মেয়র প্রার্থী হতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সাম্প্রতিক সময়ে ব্যাপক প্রচারণা চালালেও ঈদে শুভেচ্ছা জানিয়ে তাঁর কোনো প্রচারণা চোখে পড়েনি। বদরুজ্জামান সেলিম দেশের বাইরে আছেন বলে জানা গেছে।

কেবল মেয়র প্রার্থীরা নয়, ঈদ শুভেচ্ছা জানানোতে পিছিয়ে নেই সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরাও। এই উৎসবকে সুযোগ হিসেবে নিয়ে নিজেদের প্রচারণা চালাচ্ছেন তারা। ফলে ঈদ শুভেচ্ছার ব্যানার, ফেস্টুন, তোড়নে জট পাকিয়ে আছে নগরী।

গত বুধবার সিলেটসহ তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুলাই এ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৮ জুন পর্যন্ত। মনোনয়ন বাছাইয়ের তারিখ ১-২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই। এরপর ভোটগ্রহণ ৩০ জুলাই।

আপনার মন্তব্য

আলোচিত