সিলেটটুডে ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৪০

জাতীয় ঐক্যমত্যে সরকারি দলকে চান জোনায়েদ সাকি

সরকারি দল আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্যমত্য হবে না বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার অন্যতম শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসার আঙিনায় সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। এ সময় গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী পাশে ছিলেন।

জোনায়েদ সাকী বলেন, ‘আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য আমরা বলেছি, যে একটা জাতীয় সনদ তৈরি করতে হবে। যার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি হতে পারে। একটা জাতীয় কনশাসনেস দরকার, সরকারি দলের সঙ্গেও। কেননা, সরকারি দল ছাড়া জাতীয় ঐকমত্য হবে না। এই ন্যাশনাল কনশাসনেস তৈরি করতে আমাদের পক্ষ থেকেও উদ্যোগ আছে, জাতীয় ঐক্য প্রক্রিয়ার তরফেও আছে।’

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে জোনায়েদ সাকি তার দলের ৫ জন নেতাকে সঙ্গে নিয়ে ড. কামাল হোসেনের বাসায় যান। ড. কামাল হোসেনের স্ত্রী হামিদা হোসেন তাদের স্বাগত জানান।

জানা গেছে, এরপর ড. কামাল হোসেনের সঙ্গে একান্তে বৈঠক করেন জোনায়েদ সাকি। এ সময় দুই দলের বাকি নেতারা বৈঠকরুমে অপেক্ষাধীন ছিলেন। প্রায় ২০ মিনিট আলোচনা করার পর গণফোরামের দুই নেতা বৈঠককক্ষে যান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোনায়েদ সাকি।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেক দিন ধরেই আলোচনা চলছে। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও একটি সনদ তৈরি করেছি। বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা আছি, সেই ব্যবস্থা ফেল করে যাচ্ছে। এটা সংঘাত ছাড়া নতুন কিছু দিতে পারছে না।’

জোনায়েদ সাকি আরও বলেন, ‘কাজেই আমাদের নতুন একটি রাজনৈতিক ব্যবস্থায় যেতে হবে। কতগুলো নতুন শর্তে আমাদের যেতে হবে। যেখানে রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সকলেই উদ্বিগ্ন। জনগণের নিরাপত্তা নিয়ে, দেশের নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন। সেদিক থেকে আমরা মনে ঐক্যবদ্ধ কাজের অনেক জায়গা আছে। সে ঐক্যবদ্ধ কাজগুলো কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয় নিয়ে বাম গণতান্ত্রিক জোটে আলোচনা করা হবে। জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সঙ্গে আলোচনা চলবে।’

ড. কামাল হোসেন গণসংহতি আন্দোলনের প্রস্তাব ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন-বলে জানান জোনায়েদ সাকি।

তিনি বলেন, ‘কীভাবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা এবং গণতান্ত্রিক সংগ্রাম কিভাবে গড়ে তুলতে পারি, সে বিষয়ে কাজ করতে হবে।’

শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি ড. কামাল হোসেন। তার পক্ষে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কী না, এক্ষেত্রে গণসংহতি আন্দোলন ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার দাবির মধ্যে অনেক মিল আছে। ড. কামালের শারীরিক অবস্থা ভালো না। জোনায়েদ সাকি তার সঙ্গে কথা বলেছেন।

আপনার মন্তব্য

আলোচিত