সিলেটটুডে ডেস্ক

২০ অক্টোবর, ২০১৮ ১৫:৪৮

সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে যাবজ্জীবন রায় বাতিল করা, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেলসহ সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তির দাবিতে সিলেট ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) দুপুর দেড়টায় নয়াসড়ক পয়েন্ট থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক, এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানার সভাপতিত্বে ও এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসেন এবং ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরীর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সহসাংস্কৃতিক সম্পাদক শাহজাহান চৌধুরী, মিসবাউল আম্বিয়া, আমিনুর রহমান, আবুল হোসেন, মনিরুজ্জামান মিজান, রানা শাহ, ফাহিম আহমদ, লিমন আহমদ, আব্দুস সোবহান, মিজানুর রহমান, শাহজাহান চৌধুরী মাহি, দিহান আহমদ হারুন, এস এ রিপন, রাসেল আহমদ, সেলিম আহমদ সাগর, শিহাব আহমদ, সুভন শাহজাহান আবিদ, নাদির হোসেন রিয়াদ, ফাহিম আহমদ, শাওন খান, সুজন আহমদ, আশরাফুল হক সুজন, আজমল হোসেন অপু, তুহিন আহমদ, শেখ রুবেল আহমদ জিসান, সাহেদ আহমদ, তাজুল ইসলাম, আব্দুর রশীদ, আব্দুশ শহীদ, লায়েক আহমদ, ফয়সল আহমদ, সাইফুর রহমান সবুজ, তারেক জামান, মতিউর রহমান, সৈয়দ তারেক আহমদ, খায়রুল ইসলাম, সুমন আহমদ, কিবরিয়া আহমদ, এমডি মিনহাজ উদ্দিন, মো. রাসেল আহমদ, মো. মিজান উদ্দিন, মো. মাহবুব, নেওয়াজ আহমদ, এনাম আহমদ, শাহীন আহমদ, সাব্বির রহমান, জীবন আহমদ, সাকিব রহমান, জুনেদ আহমদ, শকুর মিয়া, মান্না আহমদ, আরিফ আহমদ, রাজু আহমদ, কিবরিয়া রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে সরকার একতরফা নির্বাচন করতে চায়। আমরা পরিস্কার করে বলতে চাই এই ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে কঠিন হাতে মোকাবেলা করা হবে। দেশের জনগণ জাতীয়তাবাদী দলের অকৃত্রিম বন্ধু। এ কারণে জিয়া পরিবারকে ধ্বংসে সরকার সর্বশক্তি নিয়োগ করেও ব্যর্থ হয়। সঠিক সময়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সরকারকে সঠিক জবাব দেয়া হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত