সিলেটটুডে ডেস্ক

২৬ অক্টোবর, ২০১৮ ১৭:০২

ভারতে খালাস বিএনপি নেতা সালাহউদ্দিন

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দায়ের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার মেঘালয় রাজ্যের শিলংয়ের জেলা ও দায়রা আদালতের বিচারক এ রায় দেন।

সালাহউদ্দিন আহমেদের বরাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সালাহউদ্দিন আহমেদকে শিলংয়ের আদালত বেকসুর খালাস দিয়েছেন। রায়ের পর উনার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে জানিয়েছেন।’

২০১৫ সালের ১১ মে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সিটি থানায় সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ।

প্রায় সাড়ে তিন বছর বিচার চলার পর চলতি বছরের ১৩ আগস্ট এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। এরপর অবশ্য চারবার মামলার রায় ঘোষণার তারিখ পেছায়। অবশেষে শুক্রবার এই রায় এলো।

সালাহউদ্দিন আহমেদের আইনজীবী হিসেবে ছিলেন এপি মহন্ত।

বাংলাদেশ থেকে প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১১ মে ভারতের শিলং শহরে ‘রহস্যজনকভাবে’ হাজির হন সালাহউদ্দিন আহমেদ। এরপর অনুপ্রবেশের মামলায় মাসখানেক বিচার বিভাগীয় হেফাজত আর হাসপাতালে কাটানোর পর শারীরিক অসুস্থতার কারণে বিচারক তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। জামিনের শর্ত ছিল শিলংয়ের বাইরে তিনি যেতে পারবেন না।

তবে শিলংয়ে ঠিক কীভাবে পৌঁছেছিলেন, তা নিয়ে রহস্যের জট এখনো খোলেনি। এ বিষয়ে সালাহউদ্দিন আহমেদও তেমন কিছু বলতে রাজি হননি। শুধু একবার দাবি করেন, অপহরণকারীরাই তাকে ভারতে নিয়ে এসেছে। এর বেশি কিছুই জানেন না বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত