সিলেটটুডে ডেস্ক

০৭ নভেম্বর, ২০১৮ ১৬:১০

ঐক্যফ্রন্ট খালেদা জিয়ার মুক্তি চায়নি: কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আওয়ামী লীগের সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চায় নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ঐক্যফ্রন্ট খালেদা জিয়ার মুক্তি চায়নি, জামিন চেয়েছে।

তবে আদালত যদি জামিন দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই বলে জানান তিনি।

বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা (ঐক্যফ্রন্ট) আসলে জামিন চেয়েছেন, মুক্তি ওইভাবে চাননি। আর আপনারাই (সাংবাদিক) প্যারোল বানিয়েছেন। তারা প্যারোল বলেননি।

‘আমরা বলেছি- এই মামলাটি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার করেছিল। দেখতে দেখতে ১১ বছর পার হয়ে গেছে। এই মামলাটি আগেই নিষ্পত্তি করা যেত। কিন্তু তারা এ ব্যাপারে আগ্রহী ছিলেন না বা সিরিয়াস ছিলেন না। সে কারণে এ মামলার রায়ে প্রলম্বিত হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, আদালত তাকে দণ্ড দিয়েছেন। আদালতে তারা এখন লিগ্যাল ব্যাটলে যেতে পারেন। আদালত যদি তাকে জামিনে মুক্তি দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই।

তিনি বলেন, যদি সত্যিই রাজবন্দি হয়, তাহলে তাদের মুক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে কোনো আপত্তি নেই।

প্রধানমন্ত্রী আইনমন্ত্রীর হাতে তালিকা তুলে দিয়েছেন। তদন্ত করে আইনমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত