সিলেটটুডে ডেস্ক

১৪ জুলাই, ২০১৯ ১৪:০৯

বাবার জন্য দোয়া চাইলেন এরিক

বাবা হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন ছেলে এরিক এরশাদ।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার বাবা মারা গেছে—এটা বিশ্বাস করতে পারছি না। সবাই বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাবাকে বেহেশত দান করে।’

রোববার (১৪ জুলাই) বাবা এরশাদের মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আসেন এরিক।

সকালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন এরশাদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন এরশাদ।

আপনার মন্তব্য

আলোচিত