ডেস্ক রিপোর্ট

০২ নভেম্বর, ২০১৫ ১৯:৪৪

যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের উদ্যোগে ২ নভেম্বর বিকাল ৩.৩০ মিনিটে সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানি, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগ ব্র্যাকের পরিচালক শিফা হাফিজা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যৌন হয়রানি, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক, শিক্ষক, কমিউনিটি, স্টুডেন্ট এবং অভিভাবক কে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, হয়রানি কেন্দ্রীক সমস্যা গুলোকে চিহ্নিত করে অভিজ্ঞতার আলোকে প্রাপ্ত সুপারিশ সমূহ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারন করতে হবে। পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে নিজেরাই সকল ধরনের সমস্যার সমাধান খুুঁজে বের করবেন।

মতবিনিময় সভায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ সুরাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলাম, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক আব্দুল হক, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্যনির্বাহী সদস্য যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, সিলেট মহিলা আইনজীবি সমিতির সভানেত্রী এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, সরকারী অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলি পুরকায়স্থ, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী প্রভা চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহনগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সমকাল সাংবাদিক ইউসুফ আলী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্যনির্বাহী সদস্য ডা: এ এম এম শিহাব উদ্দিন, সৈয়দা শামীম আরা, আব্দুল হাই আজাদ বাবলা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মেজনিন কর্মসূচির ম্যানেজার সারা খাতুন, সভা প্রধান ছিলেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাক পেইস কর্মসূচির আ লিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, ব্র্যাক পেইস কর্মসূচির এরিয়া ম্যানেজার কোহিনূর বেগম, মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম, মেজনিন কর্মসূচির জুনিয়র স্পেশালিস্ট শাহ এমরান আলী। উক্ত মতবিনিময় সভায় সকলের যৌন হয়রানি, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।

 

আপনার মন্তব্য

আলোচিত