সিলেটটুডে ডেস্ক

২২ জুলাই, ২০১৬ ১৬:৪২

সাংবাদিকদের উপর হামলা : টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নিন্দা

সিলেট কেন্দ্রীয় কারাগারের ফটকে কারারক্ষী ও ছাত্রলীগের সংঘর্ষকালে হামলায় চার ফটো সাংবাদিক আহত হওয়ার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন, সিলেট এর নেতৃবৃন্দ।

শুক্রবার (২২ জুলাই) টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু ও সাধারণ সম্পাদক ওয়েছ খছরু এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় সংগঠনের সকল সদস্য মর্মাহত হয়েছেন। কারাগারের সামনে দায়িত্ব পালনকালে কারারক্ষীদের দ্বারা আক্রান্ত হওয়া দু:খজনক। এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

তারা বলেন, কারাগারের সামনে ভাংচুরের ছবি তোলায় পরিকল্পিতভাবে তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া ছাড়াও ভাংচুর করা হয়। এটা কোনো সভ্য সমাজের কোনো বাহিনীর আচরণ হতে পারে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। একই সঙ্গে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্যও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত