সিলেটটুডে ডেস্ক

১৭ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:৫০

‘ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে এরশাদের হাতকে শক্তিশালী করুন’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা জাপার আহ্বায়ক এটিইউ তাজ রহমান বলেছেন, সব সময় একটি সুসংগঠিত দলে কুচক্রীমহল ও ষড়যন্ত্রকারী থাকে। এসব কুচক্রীমহল ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে প্রতিহত করার মাধ্যমে সাবেক রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে হবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের সভাকক্ষে সিলেট জেলা জাপার মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, জাতীয় পার্টি কারও করুণায় চলে না। ৬৮ হাজার গ্রাম-বাংলায় জাতীয় পার্টির নেতারা ছড়িয়ে রয়েছেন। সেসব নেতারাই জাতীয় পার্টির চালিকা শক্তি। আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ তাই কোনো দালাল ষড়যন্ত্র করে দলের ভাবমূর্তি নষ্ট করতে পারবেনা। সিলেট জেলার প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের নিয়ে জেলা জাতীয় পার্টিকে এগিয়ে নেয়া হবে। কোনো বাধা এরশাদ সৈনিকদের গতিরোধ করতে পারবেনা। যেখানেই বাঁধা আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার আহ্বায়ক উসমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদ, কেন্দ্রীয় সদস্য সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় সদস্য ও বিয়ানীবাজার উপজেলা জাপার আহ্বায়ক সাহেদ আহমদ, কেন্দ্রীয় সদস্য ও জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ, জেলা জাপার সাবেক সহ সভাপতি আব্দুল মালেক খান, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, জেলা জাপা নেতা ফখরুল ইসলাম সুহেল, জেলা জাপার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিয়ানীবাজার উপজেলা জাপার সদস্য সচিব আলী আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাপার সিনিয়র নেতা এসএম মালেক, দক্ষিণ সুরমা উপজেলা জাপা নেতা কয়েছ আহমদ, আব্দুশ শহিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক কামাল রাজা সাহেল, বালাগঞ্জ উপজেলা জাপা নেতা আমিরুদ্দিন রতন, প্রজন্ম পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সৈয়দ আলী আহমদ, কেন্দ্রীয় সদস্য বাচ্চু আহমদ, জাতীয় শ্রমিক পার্টির মহানগরের আহ্বায়ক এম বরকত আলী, জেলা শ্রমিকপার্টির আহ্বায়ক এম মুর্শেদ খান, জালালাবাদ থানা জাপার সাধারণ সম্পাদক কাওছার আহমদ, জাপা নেতা দিলোয়ার, আব্দুর রহিম, জকিগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জাপা নেতা কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা জাপার সদস্য সচিব ফারুক আহমদ। উপস্থিত ছিলেন ছাত্রসমাজের কেন্দ্রীয় সহসভাপতি হেলাল উদ্দিন লস্কর, জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি তাজ উদ্দিন এপলু, জেলা যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির খান প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত