সুনামগঞ্জ প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০১৮ ২৩:২১

সুনামগঞ্জে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জে নানা আয়োজনে বেসরকারি সংবাদ ভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) বেলা ১২টায় শহরের কালিবাড়িস্থ পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠবাষির্কী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের মহিলা সাংসদ অ্যাড. শামছুন নাহার বেগম, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিব উল্লাহ জুয়েল। পরে বর্ষপূর্তির কেক কেক কাটেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সদর থানার ওসি মো. শহিদুল্লাহ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এটিএম হেলাল,  বিশিষ্ট ক্রীড়া সংগঠক জিএম তাহসিজ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ বর্মন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, পৌর যুব লীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন নাহিদ, সাংবাদিক সাহাব উদ্দিন, সময় টিভির সাংবাদিক হিমাদ্রী শেখর ভদ্র, ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক জাকির হোসেন, যুবলীগ নেতা আবু তাজিম তিমু, সাংবাদিক পাপন সেন রায়, যুবলীগ নেতা মুহিবুর রহমান, আবু তালহা, ডিবিসি নিউজের সুনামগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিনিধি আশিকুর রহমান পীর, জেলা কৃষক লীগের সদস্য রফিকুল ইসলাম কালা, সাংবাদিক রুজেল আহমদ, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হক কিরণ, দেওয়ান জিসান এনায়েত রেজা, সুহেল রানা, জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ, বাংলা টিভির প্রতিনিধি অলিউর রহমান সুমন, সাংবাদিক তরিকুল ইসলাম, কেএম শহিদুল, মোশাহিদ রাহাদ, ছাত্রলীগ নেতা ইফতি হাসান, নূর হোসেন, শিশু সাংবাদিক মাহি, লাবিব, নাবিল, আদি প্রমুখ।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাছুম হেলাল ও মাছরাঙা টিভির প্রতিনিধি এমরানুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুনামগঞ্জের নানা শ্রেণি পেশার মানুষ যমুনা টেলিভিশনকে ফুলেল শুভেচ্ছা জানান।

আপনার মন্তব্য

আলোচিত