সংবাদ বিজ্ঞপ্তি

১১ এপ্রিল, ২০১৮ ০১:২৯

সিলেটে জাতীয় হোমিওপ্যাথিক দিবস পালিত

জাতীয় হোমিওপ্যাথিক দিবস ও বিজ্ঞানী হ্যানেমান এর ২৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে হ্যানেমানীয়ান হোমিওপ্যাথদের জাতীয় ভিত্তিক সংগঠন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা ১১টায় নগরীর দরগা গেইটস্থ রশিদ এম্পোরিয়ামের ২য় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ডা. বীরেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শিব্বির আহমদ শিবলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বহোপ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রোটারিয়ান ডা. সাদিক আহমদ, সৈয়দ নবীন আলী কলেজের সহকারী অধ্যাপক ডা. রতিশ চন্দ্র চন্দ, মেট্রোপলিটন ল’ কলেজের উপাধ্যক্ষ রোটারিয়ান ড. এম. শহিদুল ইসলাম।

বাহোপ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এ.এ.এম শিহাব উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাহোপ সিলেটের সহ সভাপতি ডা. মামুন বখত, ডা. দিলীপ কুমার রায়, ডা. ঋষিকান্ত দাস, ডা. গোপিকৃষ্ণ দাস, ডা. আয়েশা সিদ্দিকা, ডা. সুব্রত তালুকদার, ডা. সুনীল চন্দ্র দাস, ডা. পলি রাণী মজুমদার, ডা. হিরণ মোহন বিশ্বাস, ডা. সুবোধ সরকার, রায়হান হাজারী, জলি রাণী মজুমদার, সুজিত রায় প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. শিব্বির আহমদ শিবলী বলেন, সারা বিশ্বে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে মহামারির আকার ধারণ করছে। হোমিওপ্যাথিক চিকিৎসায় কম খরচে এর চিকিৎসা করা সম্ভব। হোমিওপ্যাথিক চিকিৎসকদের পড়াশোনা ও গবেষণায় মাধ্যমে নিজেকে দক্ষ ও যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা ১০ এপ্রিলকে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস হিসেবে স্বীকৃতি লাভে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি দাবি জানান। আসন্ন জাতীয় স্বাস্থ্য বাজেটে হোমিওপ্যাথিক চিকিৎসা ও গবেষণায় প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের আহবান জানান বক্তারা।

পরে দুপুর ২টায় ‘মায়াজম কি এবং মায়াজম শিক্ষার প্রয়োজনীয়তা’ শীর্ষক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব (স্বাস্থ্য ও ত্রাণ) ডা. দিলীপ কুমার দাস। প্রবন্ধের উপর আলোচনা অংশ গ্রহণ করেন সাপ্তাহিক হোমিওপ্যাথিক আলোচনা পরিষদের সভাপতি ও হোমিও গবেষক অধ্যাপক ডা. পরিমল দেব, সাধারণ সম্পাদক ক্লাসিক্যাল হোমিওপ্যাথ ডা. সত্যরঞ্জন দে, বাহোপ সিলেটের উপদেষ্টা প্রিন্সিপাল ডা. মো. আব্দুল হান্নান চৌধুরী, ডা. সারওয়ার আহমদ। অনুষ্ঠানের মঞ্চ উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত আজমিরীগঞ্জ নিবাসী ডা. নিখিল রঞ্জন চক্রবর্তী পুলিন এর নামে।

এর আগে দিনের শুরুতে সকাল ১০টায় রিকাবীবাজারস্থ পরিষদের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উদ্বোধন করেন রোটারিয়ান ড. আর.কে ধর। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরগা গেইটস্থ রশিদ এম্পোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত