সংবাদ বিজ্ঞপ্তি

১১ এপ্রিল, ২০১৮ ২২:৪০

শামসুর রহমান বৃত্তি পরীক্ষা ১৯ অক্টোবর

শামসুর রহমান স্মৃতি বৃত্তির ১৯তম বর্ষের পরীক্ষা আগামী ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার অনুষ্ঠিত হবে।

ঐদিন সিলেট বিভাগের ৫ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ১০০ নম্বরের ইংরেজি ও ১০০ নম্বরের গণিত বিষয়ের পরীক্ষা জিন্দাবাজারস্থ সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে যথাক্রমে সকাল ১০টা হতে ১২টা (গণিত) ও দুপুর ২টা হতে সাড়ে ৪টা (ইংরেজি)পর্যন্ত অনুষ্ঠিত হবে।  

বৃত্তির নিয়মাবলীর মধ্যে রয়েছে-  
পরীক্ষা দেয়ার সময় যদি কোন কোড স্লিপ ছাড়া মূল খাতার কোন অংশে তার নাম, বিদ্যালয়ের নাম বা পরীক্ষার রোল নম্বর লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য  হবে,

পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পূর্বে নির্দিষ্ট সীটে অবশ্যই  বসতে হবে,

পরীক্ষা কেন্দ্রের আশে-পাশে অভিভাবকদের চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ, কলম, পেনসিল, কালি, জ্যামিতি বক্স ছাড়া কোন কিছু নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। ইতোমধ্যে সকল বিদ্যালয়ের প্রবেশপত্র প্রদান শেষ হয়েছে।

প্রয়োজনে শামসুর রহমান ফাউন্ডেশন, মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট (০৮২১-৭২৮০৯৭) ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত