সিলেটটুডে ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৮ ১৬:৩৭

মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদান জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে: জামাল পাশা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। যুক্তরাজ্য প্রবাসীদের আর্থিক সহযোগিতায় মহান মুক্তিযুদ্ধে প্রাণের সঞ্চার হয়। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদান জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দরগা গেইটস্থ অস্থায়ী কার্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে প্রবাসী লেখক, মুক্তিযোদ্ধা ফয়জুল রহমান খান নানুর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা এ কথাগুলো বলেন।

সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মইনুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সিলেট বিভাগীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় সংবর্ধিত অতিথি মুক্তিযোদ্ধা ফয়জুল রহমান খান নানু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে আমরা তিন ভাই অংশগ্রহণ করি। মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে আমার একটি বই প্রকাশিত হয়েছে। আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহবান জানান।

প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কলন্দর আলী বলেন, দেশের উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও সাবেক কাউন্সিলর আব্দুল খালিক ও সাবেক ডেপুটি কমান্ডার মনাফ খান, সেক্টস কমান্ডর ফোরামের সিলেট জেলার শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ।

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জাফর আহমদ চৌধুরী, কাজী আব্বাস জাফরী, কামাল আহমদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সিলেট জেলা শাখার সহসভাপতি রফি খান ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ হাদি, প্রবাসী আসু খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত