সংবাদ বিজ্ঞপ্তি

২৫ জুন, ২০১৮ ০০:৩২

মাজার জিয়ারতে কামরান

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে প্রার্থী হচ্ছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড কর্তৃক সিলেট সিটি নির্বাচনে তাঁকে দলীয় প্রার্থী করার চূড়ান্ত ঘোষণার পর গতকালই সিলেট ফেরেন কামরান। সিলেট ফিরেই নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

রোববার (২৪ জুন) তাঁর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ নেতা সিরাজ বক্স। মনোনয়নপত্র সংগ্রহের পর বিকেলে হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করেন তিনি।

এর আগে কামরান ঢাকা থেকে ফিরে নির্বাচনী প্রচারণা শুরুর আগে মাজার জিয়ারত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা মোতাবেক মাজার জিয়ারত করতে যান। এ সময় তাঁর সাথে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

হয়রত শাহ জালাল (রহ.) মাজার জিয়ারতকালে কামরানের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, এডভোকেট নিজাম উদ্দিন, বিজিৎ চৌধুরী, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ফয়জুল আলোয়ার আনোয়ার, তপন মিত্র, অধ্যাপক জাকির হোসেন, সাইফুল আলম রুহেল, মইনুল হক দিনার, জুবের খান সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মাজার জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে দোয়া পরিচালনা করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ।

বদর উদ্দিন আহমদ কামরান আনুষ্ঠানিকভাবে আগামী ২৮ জুন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানান।

আপনার মন্তব্য

আলোচিত