সংবাদ বিজ্ঞপ্তি

০১ জুলাই, ২০১৮ ১৬:২৩

বালাগঞ্জ ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বালাগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুলাই) দুপুর ১২টায় কলেজে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

কলেজের শিক্ষক পর্ষদের সম্পাদক অধ্যাপক প্রনয় কুমার পালের সভাপতিত্বে ও প্রভাষক অহী আলম মোহাম্মদ রেজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লিয়াকত আলী শাহ ফরিদী বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমাদেরও এগোতে হবে। দিন বদলে শিক্ষার্থীদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে সব ধরণের জ্ঞান আহরণ করতে হবে।

তিনি বলেন, উচ্চ মাধ্যমিক হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ সিঁড়ি, এখান থেকে নির্ধারিত হবে আগামীর অগ্রযাত্রা। শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা ও পড়াশোনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক অবিনাশ আচার্য, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক ফয়জুল ইসলাম মাসুক, অধ্যাপক আছলম আলী, অধ্যাপক বিধান শিকদার, প্রভাষক ইমরুল কায়েস মৃধা, প্রভাষক তজম্মুল আলী, প্রভাষক বুলবুল আহমদ, প্রভাষক মিহির রঞ্জন তালুকদার।

ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নয়ন দাস, রওশন আরা ফারিহা, শামীম আহমদ, সাথী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত