সংবাদ বিজ্ঞপ্তি

০২ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৫৭

মহালয়া উদযাপন পরিষদের কার্যকরী পরিষদ গঠন

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪২৫ বাংলার কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ আগস্ট) সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের যুগ্ম সমন্বয়কারী জলধীর রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি বিনয় ভূষণ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, কানাডা প্রবাসী এডভোকেট নিরঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু।

সভায় বক্তব্য রাখেন অব. ব্যাংক কর্মকর্তা প্রণব কুমার দেবনাথ, শ্রীশ্রী বলরাম জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দে, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, শিক্ষয়িত্রী শীলা চৌধুরী, সুশেন্দ্র চন্দ্র নম: খোকন, সত্যপ্রিয় দাস শিবু, ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, লেখক তারেশ কান্তি তালুকদার, ব্যবসায়ী নিধির রঞ্জন সূত্রধর, ব্যাংকার হীরা ধর, ডা. বিমল সরকার, ক্ষিতীশ সরকার, পাচু মোহন বিশ্বাস প্রমুখ।

সভায় ১৪২৫ বাংলার উৎসব উদযাপন উপলক্ষে প্রণব কুমার দেবনাথকে সভাপতি, জি.ডি রুমু কে সাধারণ সম্পাদক, অরুণ কুমার বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক, অনুকূল সূত্রধরকে কোষাধ্যক্ষ মনোনীত করে ২২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।

কার্যকরী পরিষদের পরবর্তী সভা আগামী ৭ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টায় একই স্থানে অনুষ্ঠিত হবে জানিয়ে সভায় সংশ্লিষ্ট সকলের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত