সংবাদ বিজ্ঞপ্তি

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:১০

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মতবিনিময় সভা

'বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৮' এর গ্রুপ পর্বের খেলা উপলক্ষে জেলা প্রশাসন, সিলেট ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

সভায় আসন্ন 'বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৮' এর গ্রুপ পর্বের খেলাসমূহ সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেটের সকল প্রশাসনের  কর্মকর্তাবৃন্দ, সকল সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সকল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ক্লাব-কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠকবৃন্দ, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা (ডি.এস.এ.), সিলেট, জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.), সিলেট ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, সকল উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সুচিন্তিত মতামত প্রদান করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ তথা স্ব স্ব প্রতিষ্ঠান/সংস্থার পক্ষ হতে কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক প্রস্তুতি সম্পর্কিত বিষয়ে উন্মুক্ত আলোচনা হয় এবং সকলের সর্বাত্মক সহযোগিতা ও সক্রিয় উপস্থিতি কামনা করা হয়।

সভার পক্ষ হতে প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার লক্ষ্যে সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানানো হয়। সভার শুরুতেই সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য 'বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৮' এর গ্রুপ পর্বের খেলা উপলক্ষে সংশ্লিষ্ট যাবতীয় পদক্ষেপ সম্পর্কে সভায় তুলে ধরেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ।

আগামী ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ছয়টি দেশের (বাংলাদেশ, ফিলিস্তিন, লাওস, ফিলিপাইন, নেপাল ও তাজিকিস্তান) জাতীয় ফুটবল দলের অংশগ্রহণে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবজিৎ সিনহা, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমীন, এনএসআই, সিলেট এর উপপরিচালক জিয়াউল কাদির, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সিলেট ডিএসবি এর সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান খান, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল করিম, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি ডা. মো. আকছার উদ্দিন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট এর প্রতিনিধি বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম, সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার প্রতিনিধি মাসুদ পারভেজ, সিলেট সিটি করপোরেশনের প্রতিনিধি সহকারী প্রকৌশলী মো. আবদুস ছোবহান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সিলেট এর প্রতিনিধি ১৯ ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মিজানুর রহমান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বিকেএসপি-সিলেট এর প্রতিনিধি মো. শাহিনুল হক, সিভিল সার্জন, সিলেট এর প্রতিনিধি ডা. মো. মঈনুল আহসান, সিলেট জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, ডিজিএফআই প্রতিনিধি মো. আব্দুল মতিন, ওয়েসিস হাসপাতাল এর সহকারী পরিচালক ডা. তাপস দেব রাহুল, আল-হারামাইন হাসপাতাল এর প্রতিনিধি, সিলেট স্টেডিয়াম মার্কেট কল্যাণ সমিতির সাবেক সভাপতি সৈয়দ মুহিবুর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহসভাপতি হাজী এম. এ. সাত্তার ও বিমলেন্দু দে নান্টু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী ও কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মালিক রাজা, কোষাধ্যক্ষ আব্দুর রকিব ও কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন, মাসুক মিয়া ও মাহমুদ হোসেন শাহীন, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রাজ্জাক হোসেন, জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সিহাব উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. এমরানুর রহমান ইমরান, গোয়াইনঘাট উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মো. জামাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. ছাদ উদ্দিন, আবাহনী ক্রীড়া চক্র, সিলেট এর যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শাহ মো. নিজাম উদ্দিন নাইম, হোসেন রাব্বী-প্রতিনিধি-হোটেল রোজভিউ, ইলেকট্রনিক মিডিয়া এন্ড জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, হোটেল স্টার প্যাসিফিক এর প্রতিনিধি মো. ইকরামুল করিম মজুমদার, হোটেল স্টার প্যাসিফিক প্রতিনিধি মো. ফয়সল আহমদ শিপন, মাইটিভি সিলেট এর প্রতিনিধি এম.আর. টুনু তালুকদার, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, লায়েক আহমদ, শাহ স্পোর্টিং ক্লাব এর সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি মো. শাহজাহান সিরাজ, সাবেক ফিফা রেফারি ফয়জুল ইসলাম আরিজ, সিলেট অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মুহিত চৌধুরী, জনতা ক্লাবের সাধারণ সম্পাদক এহতেশামুল হাসান লয়েছ, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, সিলেটের ডাক এর প্রতিনিধি নুর আহমদ, স্পোর্টস জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ এর কনভেনর বদরুদ্দোজা বদর, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, সিলেট জেলা এর সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, এসএনপি স্পোর্টস এর নির্বাহী সম্পাদক কাইয়ুম আল রনি প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত