সংবাদ বিজ্ঞপ্তি

২৫ অক্টোবর, ২০১৮ ১৬:১৭

সিলেটে প্রবাসীদের বিনিয়োগ সংক্রান্ত গবেষণাপত্র নিয়ে আলোচনা শনিবার

সিলেট অঞ্চলে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নিজস্ব উদ্যোগে একটি গবেষণাপত্র তৈরি করেছে। গবেষণাপত্রটি আরো সমৃদ্ধকরণের লক্ষ্যে ২৭ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় চেম্বার কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গবেষণাপত্রটি সিলেট অঞ্চলের জন্য সম্ভাবনাময় শিল্পসমূহের বিকাশে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সন্নিবেশিত করা হয়েছে। তাছাড়া গবেষণাপত্রটি পর্যালোচনা ও মূল্যায়নের জন্য এর উপর সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গের মতামত গ্রহণ করা হয়েছে।

গবেষণাপত্রটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সালের সার্বিক তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

আলোচনা সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সিলেট চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত