সংবাদ বিজ্ঞপ্তি

২১ নভেম্বর, ২০১৮ ১৪:১৩

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি সিলেট এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর সাহিত্য আসর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি সিলেটের আহবায়ক লেপ্টেনেন্ট (অব.) অধ্যাপক গোলাম রব্বানী এবং পরিচালনা করেন সদস্য সচিব এডভোকেট রনেন সরকার রনি।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিলেট জেলার প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড বেদানন্দ ভট্টাচার্য্য এডভোকেট, জাসদ সিলেট সভাপতি কমরেড লোকমান আহমদ, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবুল কাশেম, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে.এ. কিবরিয়া, সদস্য প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সভাপতি সুশান্ত সিনহা সুমন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়া, জাতীয় জনতা পার্টির মহানগর সাধারণ সম্পাদক সফিকুর রহমান সফিক, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতা ইমরান সুলতানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর কমিটির সভাপতি পাপ্পু চন্দ্র।

এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক এডভোকেট হুসেন আহমদ, বাসদ সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, গণতন্ত্রী পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী,  বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, সিপিবি সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান, অধ্যক্ষ ব্রজ গোপাল চৌধুরী, সাবেক ছাত্রনেতা এডভোকেট উজ্জ্বল রায়, এডভোকেট রঞ্জু দেবনাথ, এডভোকেট এস.কে পাল, পি.ডি.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতীন্দ্র কুমার দাশ, জাতীয় জনতা পার্টির জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক আখলিছ আহমদ চৌধুরী, গণতন্ত্রী পার্টির সিলেট জেলার দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী আজীবন কৃষক-শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য আন্দোলন করে গেছেন। দেশি-বিদেশী শোষক-লুটেরাদের লুণ্ঠন এর বিরুদ্ধে শ্রমিক-কৃষক ক্ষেত মজুর মানুষকে সংগঠিত করে অধিকার আদায়ে সোচ্চার থেকেছেন। আমাদের দেশে কৃষক-শ্রমিক-মেহনতি, শ্রমজীবী মানুষের মুক্তির লড়াইকে এগিয়ে নিতে হলে মওলানা ভাসানীর সংগ্রামী জীবন থেকে শিক্ষা নেয়া খুবই প্রয়োজন।

আপনার মন্তব্য

আলোচিত